বাংলাদেশের বিখ্যাত ডিজিটাল শিক্ষাগুরু মুনজেরিন শহীদ ১৯৯৬ সালের ১৯ই অক্টোবরে চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন। প্রতিভাবান এবং উদীয়মান একজন অনলাইন কন্টেন্ট ক্রিয়েটর সে এবং টেন মিনিট স্কুলের একজন নামকরা শিক্ষাবিদ। তার কথোপকথন স্টাইল, দক্ষতা এবং অন্যান্য সব প্রতিভার মাধ্যমে তিনি অনেক মানুষের জীবনে বিশেষভাবে প্রভাব ফেলেছেন। ইংরেজি ভাষা নিয়ে রচিত তার বইগুলো মানুষের নিকট অনেক গুরুত্বপূর্ণ এবং মূল্যবান এক পাওয়া।
মুনজেরিন নাম মানেই হাস্যোজ্জ্বল সুন্দর এক মেয়ের চেহারা চোখের মধ্যে ভাসে, যার সফলতার শেষ নাই। আর এই সাফল্য নিয়েও বসে নেই সে, তার অনেক অনেক পরিকল্পনা । আর সেসব পরিকল্পনার কিছু কিছু বাস্তব করেছেন বাকি সকল কিছু বাস্তব করার ইচ্ছা পোষণের কথা জানিয়ে বলেন, যুক্তরাজ্য থেকে দেশে ফিরে তিনি সবকিছু ভালোভাবে শুরু করবেন। তার প্রতিটি পদচারণা মানুষকে নতুন করে ভাবতে শেখায়, সে নিজে শিক্ষা গ্রহণ করে তা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার ইচ্ছাও প্রকাশ করেন। ইংরেজি শিক্ষা দেওয়ার জন্য তিনি প্রচলিত নিয়মের বাইরেও হেঁটেছেন।
Table of Contents
মুনজেরিন শহীদের পরিচয়
মুনজেরিন শব্দটির বিশুদ্ধ আরবী রুপ হলো মুনজিরিন, এটি নাজরুন ধাতু থেকে আগত,এটি কর্তাবাচক বা কর্তা বিশেষ্য তাই মুনজিরিন শব্দটির অর্থ হবে সতর্ককারী ব্যক্তিগণ; যেটির ইংরেজি হলো- Warner, Cautioner.
প্রতিভাবান মুনজেরিন শাহীদ বাংলাদেশের চট্টগ্রামের মেয়ে, স্কুল কলেজের পড়াশোনা চট্টগ্রাম থেকেই শেষ করেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে স্নাতক শেষ করেছেন। ২০১৮সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি তে স্নাতক শেষ করার পর মুনজেরিন বিদেশে পড়ালেখার আবেদন করার আগে একই বিশ্ববিদ্যালয় থেকে ফলিত ভাষাবিজ্ঞান এবং ইংরেজি ভাষা শিক্ষায় স্নাতকোত্তর সম্পন্ন করেন এবং মাস্টার্সে ১ম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। তিনি বলেন ” রবি 10 মিনিট স্কুলে শিক্ষক হিসেবে তার অভিজ্ঞতা আবেদন চলাকালীন সময়ে তাকে অনেক বেশি সাহায্য করেছিলো। আর পরবর্তিতে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ফলিত ভাষাবিজ্ঞান এবং দ্বিতীয় ভাষা অধিগ্রহণে মাস্টার্স সার্টিফিকেট খুঁজছেন।যেটি বিশ্ববিদ্যালয় বিশ্বের অন্যতম এবং শ্রেষ্ঠ পড়ার স্থান হিসেবে বিবেচিত।
মুনজেরিন শাহীদ বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন শিক্ষামূলক প্লাটফর্ম 10 Minute School- এর একজন ইংরেজি শিক্ষিক। তাঁর ভিডিও লেকচার গুলো সারাদেশের ১০ মিলিয়নের ও বেশি শিক্ষার্থীর কাছে পৌঁছেছে এবং শিক্ষার্থীদের পড়ালেখা ও ইংরেজি ভাষা শিক্ষায় ভিডিও লেকচারগুলো বিশেষ ভূমিকা পালন করে থাকে। ইউটিউবে বিষয়বস্তু নির্মাতা আর ফেসবুকে তার অবস্থান ইংরেজি শিক্ষক এবং কন্টেন্ট বা আর্টিকেল রাইটার হিসেবে।
তার স্পোকেন ইংলিশ কোর্সে এক লক্ষ চুয়াল্লিশ হাজারের ও বেশি শিক্ষার্থী যুক্ত হয়েছে এবং ৭০ হাজারের বেশি শিক্ষার্থী স্পোকেন ইংলিশ বুক কিনেছে। আর তার ভিডিওগুলো লক্ষ লক্ষ মানুষ দেখে জ্ঞান অর্জন করে যাচ্ছে।
প্রতিদিন মুনজেরিন শহীদ এর ভিডিওগুলো দেশের প্রতিটি প্রান্তের ১.৫ মিলিয়নের ও বেশি শিক্ষার্থীকে পড়ালেখার বিষয়ে সাহায্য করে থাকেন। তাছাড়াও তিনি থ্রাইভ গ্লোবাল এবং ঢাকা ট্রিবিউনের লেখক হিসেবে কাজ করেন।তিনি Omnispace এ সাব এডিটোরিয়াল ম্যানেজার এবং বাংলাদেশ ইয়ুথ লিডারশীপ সেন্টারের (BYLC) লিডারশীপ লার্নার। ইউটিউব প্লাটফর্মে ১ লাখ গ্রাহক অতিক্রম করার পর তিনি ইউটিউব থেকে সিলভার প্লে বাটন পেয়েছেন এবং ইউটিউব চ্যানেলে বর্তমানে ১.৭৪ মিলিয়ন এর ও বেশি সাবস্ক্রাইবার রয়েছে।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাসে অংশগ্রহণ করা মুনজেরিন শাহীদের জন্য ছিলো একটি নতুন অভিজ্ঞতা। মুনজেরিন শাহীদ বলেন ” বাংলাদেশে একটি সাধারণ ধারণা আছে যে, ইংরেজি শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে চায়। শিক্ষকতা একটি জনপ্রিয় পছন্দ হলেও, ইংরেজি স্নাতক দের জন্য আরও অনেক বিষয় ক্যারিয়ারের বিকল্প রয়েছে, যেমন কন্টেন্ট লেখা, ব্লগিং এবং সাংবাদিকতাসহ আরো অনেক বিষয়।
মুনজেরিন তার ক্যারিয়ার নিয়ে ফ্রিল্যান্সিংয়ের বিভিন্ন সুযোগের প্রতিফলন করে যা বলেছিলেন, তার সারমর্ম হলো এই যে, “তার আরো অনেক কিছু করার আছে, একটি প্রতিষ্ঠানে পূর্ণকালীন শিক্ষিকা হিসেবে যোগদানের মাধ্যমে তিনি তার ভবিষ্যৎ সম্ভাবনা কে সীমাবদ্ধ করতে চান না। তিনি আরো অনেকভাবে এগিয়ে যাওয়ার আশা এবং ইচ্ছে করেছেন।
মুনজেরিন শাহীদ এর ভবিষ্যৎ প্রকল্পগুলির মধ্যে যেটি উল্লেখযোগ্য তাহলো একটি শিশুদের বই এবং অন্যটি IELTS কোর্স।
মুনজেরিন শহীদ বলেন, ইংরেজি শেখানোর ভিডিও বানানো শুরু করবো, এমন সিদ্ধান্ত নিলে আমার বন্ধুরা আমাকে উৎসাহ দিতে শুরু করে, এবং তারা চেষ্টা করে দেখতে বলে, প্রথমে অল্প কিছু সংখ্যক মানুষ ভিডিও দেখুক, আর যদি কেউ মুনজেরিন এর ভিডিও না-ও দেখে তবে তাতেও সমস্যা নাই।
মুনজেরিন শহীদ যখন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে ২০২০ খ্রিষ্টাব্দের এপ্রিল মাসে তখন ৯ মাসের ব্যবধানে ফেসবুক পেজে অনুসারীর সংখ্যা দাঁড়ায় ১লাখের ও বেশি এবং ইউটিউবে অনুসারীর সংখ্যা ও কল্পনার বাইরে চলে যায়। তার ইউটিউব এর ভিডিওগুলো ১৬লাখের ও বেশি সংখ্যাক দেখা হয়।আর ফেসবুকে মুনজেরিন এর নামে অনেক গুলো গ্রুপ তৈরি হয়,যেগুলো সাধারণ জনগণেরই তৈরি। আর সাধারণ পড়ুয়া মানুষরা এই ভিডিওগুলো দেখে এবং শিক্ষা গ্রহণ করে থাকে।অনলাইনে আরো অনেকেই বিষয়বস্তু তৈরি তথা কন্টেন্ট ক্রিয়েট করে থাকে তারপর ও “মুনজেরিন শাহিদ” মানেই সবার চোখে অন্যরকম একজন।যার ভিডিও মানুষের পড়ালেখার মাঝে গ্রহণযোগ্য ভূমিকা রাখে। মুনজেরিন শাহীদ এই বিষয়ে যা বলেন তা হলো- তিনি খুব বেশি নিয়মকানুন বা ব্যাকরণ ধরে পড়ান না।বরং কোন পরিস্থিতি পরিপ্রেক্ষিতে উদাহরণ দিয়ে পড়ানোর এবং বুঝানোর চেষ্টা করে থাকেন।যার ফলে সবাই তা আয়ত্ত করতে সক্ষম হোন।
মুনজেরিন ক্লাসে বসে ইংরেজি শেখার সময়ে যে যে বিষয় নিয়ে সমস্যায় পড়তেন, সেই বিষয় সম্পর্কেও যথেষ্ট সচেতন। আর সেসব বিষয় বিবেচনা করেই তিনি পড়ানোর চেষ্টা করেন।
যুক্তরাজ্যে
মুনজেরিন শহীদের বিয়ে
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে আয়মান সাদিক ও মুনজেরিন শহীদের বিয়ের কার্ডের ছবি। কার্ডের সূত্রমতে, ২৩ সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যায় রাজধানীর সেনাকুঞ্জে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল তায়েবুর রহমান ও শারমিন আক্তারের পুত্র আয়মান সাদিক এবং শহীদ উদ্দিন আহমেদ চৌধুরী ও মনোয়ারা শহীদের কন্যা মুনজেরিন শহীদের বিয়ে–পরবর্তী অনুষ্ঠানের কথা উল্লেখ আছে। আয়মানের ঘনিষ্ঠজনের সূত্রে জানা গেছে, শুক্রবার (১৫ সেপ্টেম্বর ২০২৩) রাজধানীর মিরপুর ডিওএইচএসের মসজিদে জুমার নামাজের পর পরিবারের উপস্থিতিতে তাদের আকদ সম্পন্ন হয়।
বেশ কিছু দিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে আয়মান সাদিক ও মুনজেরিন শহীদের প্রেম নিয়ে গুঞ্জন চলছিল। টেলিভিশনের কয়েকটি টক শোতেও তাঁরা একসঙ্গে দেখা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমের ইনফ্লুয়েন্সারদের বিয়ের দাওয়াতেও এই দুজন একসঙ্গে অংশ নিয়েছেন। বিয়ে করতে যাচ্ছেন দেশের অনলাইন শিক্ষাপ্রতিষ্ঠান ‘টেন মিনিট স্কুল’-এর প্রতিষ্ঠাতা ও সিইও আয়মান সাদিক ও একই স্কুলের জনপ্রিয় ইংরেজি শিক্ষক মুনিজেরিন শহীদ। তাঁদের বিয়ের কার্ডের ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে ।
একনজরে মুনজেরিনের বৃত্তান্তঃ-
আসল নাম : মুনজেরিন শহীদ
ডাকনাম : মুনজেরিন
পেশা : ইংরেজি শিক্ষিকা
বিখ্যাত : ইংরেজি বিষয়ে দক্ষতা
জন্ম তারিখ : অক্টোবর ১৯,১৯৯৪ পক্ষান্তরে ১৯৯৬।
বয়স : ২৬ (২০২৩ অনুসারে)
জন্মস্থান : চট্টগ্রাম, বাংলাদেশ।
জাতীয়তা : বাংলাদেশী
ধর্ম : ইসলাম
লিঙ্গ : মহিলা
উচ্চতা : ৫ ফুট ৪ ইঞ্চি
ওজন : ৫৫ কেজি
চোখের রঙ : কালো
চুলের রঙ : কালো
প্রিয় বা পছন্দের জিনিস:-
রং : নীল
অভিনেতা : লিও ডি ক্যাপ্রিও
অভিনেত্রী : জেলিফার লরেন্স
খাবার : দেশি খাবার
খেলাধুলা : ক্রিকেট এবং ফুটবল।
খেলোয়াড় : সাকিব আল হাসান
গন্তব্য : লন্ডন, ইতালি, স্পেন, দুবাই, প্যারিস, ইত্যাদি
বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়।
হোম টাউন : চট্টগ্রাম, বাংলাদেশ।
মুনজেরিন শহীদের রচিত বই
মুনজেরিন শাহীদের রচিত বই এর মধ্যে “ঘরে বসে স্পোকেন ইংলিশ” একটি উল্লেখযোগ্য রচনা।বইটির উল্লেখযোগ্য বিষয়বস্তু:-
★ ঘরে বসেই স্পোকেন ইংলিশ ভালো করার ৬০টি কার্যকরী ফর্মুলা নিয়ে তৈরি করা এই বই।
★বাড়িতে বসেই চর্চার মাধ্যমেই নিজের ভাষা শিক্ষাকে উন্নত করতে পারা সম্ভব এই বই পড়ে।
★টিপস এবং ট্রিকস গুলো ফলো করার মাধ্যমে মুখের জড়তা কাটা যাবে।
★মাত্র ১০মিনিট করে প্রতিদিন সময় দেওয়ার মাধ্যমে নিজের উন্নত করা সম্ভব,ইন্টার্ভিউ এবং প্রেজেন্টেশনে না ঘাবড়িয়ে ইংরেজিতে কথা বলা সহজ হবে।
★গ্রামার শেখা ছাড়াই ইংরেজি শেখা সহজ হয়ে যায়।
★এই বই বেসিক লেভেলের ইংরেজি শেখার বই।
★তাই যারা একদম প্রথম থেকে ইংরেজি শিখতে চায় তাদের জন্য এই বই অনেক গুরুত্বপূর্ণ।
★ যারা তাদের প্রয়োজনের সময়ে এই বইকে কাজে লাগাবে এই বই তাদেরকে সত্যিই ইংরেজি শিখতে সাহায্য করে থাকবে।
মুনজেরিন এর অন্যতম বই এর আরেকটি হলো “সবার জন্য Vocabulary “
প্রতিটি মানুষের ইংরেজি শেখার জন্য অন্তরায় হয়ে দাঁড়ায় vocabulary. এটা না জানা এবং মুখস্থ বিদ্যার উপর নির্ভর করা vocabulary শেখার প্রক্রিয়াটি আমাদের কাছে গোলকধাঁধা হিসেবে ঠেকে।
ইংরেজিতে সাবলীল ভাবে কথা বলার জন্য এবং দক্ষ হয়ে ওঠার জন্য হলেও ইংরেজি শব্দভাণ্ডারের প্রয়োজন হয়ে থাকে।আর এই শব্দভাণ্ডারেও যে যত বেশি সেরা সে তত বেশি ইংরেজিতে সাবলীল ভাবে কথা বলতে পারবে।
বইটিতে যা উল্লেখযোগ্য আর তা হলো:-
★ মুখস্থ না করে বুঝে বুঝে শব্দভাণ্ডার শেখার সব টিপস এবং ট্রিকস।
★ পিকচারের মাধ্যমে নতুন শব্দের ব্যবহার এবং শেখার সব সুযোগ।
★ অনুবাদের মাধ্যমে শব্দভাণ্ডার মনে রাখার শর্টকাট সব টেকনিক।
★ প্রচলিত ব্যবহৃত ১৮০০ শব্দ।
এছাড়া, ঘরে বসে IELTS প্রস্তুতি বইতে IELTS প্রস্তুতির সব কিছু নিয়ে বিস্তারিত তথ্যাদি পাবেন।
লেখকের সকল বইয়ের বিস্তারিত জানতে এবং কিছু অংশ বিনামূল্যে পড়তে ভিজিট করুন রকমারি.কম।
মুনজেরিন শহীদের কোর্স
আত্মবিশ্বাসের সাথে নিজের ভাষায় কিছু লেখা এবং বলতে পারাটাই হলো স্মার্টনেস,আর যে ব্যক্তি মাতৃভাষা ছাড়াও আন্তর্জাতিক ভাষায় ও সে গুণ প্রকাশ করতে পারে সেই অন্য সবার থেকে এগিয়ে থাকে। সে সর্ববিষয়ে অন্যদের থেকে তুলনামূলক ভাবে বেশি জানে এবং এগিয়ে থাকে আর তা অ্যাকাডেমিক, ভ্রমণ বিষয়ক অথবা বাস্তব দক্ষতা জনিত বিষয় হলেও সেসব দিকেও তুলনামূলক বেশিই এগিয়ে থাকে।
মাতৃভাষার জ্ঞানের পাশাপাশি আন্তর্জাতিক ভাষা সম্পর্কে জ্ঞান অর্জন জরুরি।কারণ বিশ্বের বিভিন্ন প্রান্তে কথা বলার জন্য অথবা ভিনদেশের মানুষদের সাথে যোগাযোগের করার জন্য ইংরেজি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।আর ইংরেজি বিষয়ে সেরা ব্যক্তি সব যায়গায় সেরা হিসেবে স্থান করে থাকে। তাদের কে সবাই ভালো চোখে দেখে এবং তারা সকল স্থানে স্বতঃস্ফূর্তভাবে যেতে পারে,সকল প্রতিযোগিতায় আত্মবিশ্বাসের সাথে অংশ গ্রহণ করতে পারে।ভয়ে পিছু হাঁটেনা।অন্যদিকে যে এসব স্কিল থেকে দূরে সে সমাজের ভিন্ন প্রান্তে থাকে,সকল সাফল্য তার থেকে দূরে অবস্থান করে,আর সেও নিজের মন থেকেই সব ভালো থেকে দূরে থাকে।সফলতা তাকে ছুঁতে পারেনা।তাই প্রতিটি মানুষকেই স্মার্ট হতে হবে,নিজের ভাষায় কথা বলার জ্ঞান থাকতে হবে,আত্মবিশ্বাসের সাথে সবকিছুতে নিজেকে উপস্থিত রাখতে হবে।আর নিজের ভাষায় কথা বলা মানে নিজ মাতৃভাষায় কথা বলা না।যেকোন ভাষাতেই নিজের মন থেকে লেখার এবং বলার যোগ্যতা।আর স্মার্ট ব্যক্তিরাই সেটা পারে।তাই সকলকে স্মার্ট হতে হবে। নিজের জন্য, নিজের ভবিষ্যৎ এর জন্য এবং দেশের জন্য।দেশকে এগিয়ে নেওয়ার জন্য।
ঘরে বসে Spoken English
ইংরেজি ভাষায় কথা বলতে পারার দক্ষতা অর্জনে সাহায্য করার জন্যই 10 মিনিট স্কুল নিয়ে এসেছে ‘ঘরে বসে স্পোকেন ইংলিশ কোর্সটি’। বাস্তব জীবনে সকল পরিস্থিতিতে সাবলীলভাবে আন্তর্জাতিক তথা ইংরেজি ভাষায় কথা বলতে পারার দক্ষতা অর্জনের লক্ষ্যেই এ সৃষ্টি মুনজেরিন শহীদের। এই কোর্সটির মাধ্যমে মুনজেরিন শহীদ বাস্তব সব পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এবং সকল সহজ উপায়ে সব কিছু তুলে ধরবেন লার্নারদের কাছে।
যারা ইংরেজির নাম শুনেই ভয় পায় এই কোর্স তাদের জন্য এক অন্যরকম পাওয়া, কারণ এটি ভয় দূর করতে সাহায্য করে থাকে, এটি এগিয়ে যেতে উৎসাহ দেয়।যারা কথা বলতে বা নিজের ভাষায় কিছু লিখতে ভয় পায় আত্মবিশ্বাসের অভাব, এই কোর্স তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা ইংরেজিকে আরো ভালোভাবে জানতে চায় এবং ইংরেজি শব্দের শুদ্ধরূপ জানতে চায় তাদের জন্য এই কোর্স মহা মূল্যবান।
সংক্ষেপে কোর্স
- কোর্সটি করছেন 167০০০ জন +
- সময় লাগবে 20 ঘন্টা
- ৭০ টি ভিডিও
- ৯ টি সেট কুইজ
- ৭০ টি নোট
- ৫৭০ টি ফ্ল্যাশকার্ড
কোর্সটি করে যা শিখবেন
- স্কুল-কলেজ কিংবা আড্ডায়-অফিসে অনায়াসে সঠিক উচ্চারণে ইংরেজি কথা বলা
- প্রাত্যহিক জীবনের বিভিন্ন পরিস্থিতিতে স্মার্টলি ইংলিশে কথা বলা
- ইংরেজিতে কথা বলার সংকোচ ও জড়তা দ্রুত কাটিয়ে ওঠা
- এতদিন ভুল জানতেন এমন অনেক ইংরেজি শব্দের সঠিক উচ্চারণ
- জব ইন্টারভিউ, প্রেজেন্টেশন, ভাইভা, দেশি-বিদেশি ক্লায়েন্ট মিটিং, কলিগদের সাথে আলাপচারিতা, পাবলিক স্পিকিং, অপরিচিত কারো সাথে কথা শুরু করা – ইত্যাদি ক্ষেত্রে ইংলিশে কথা বলা
কাদের জন্য
- যারা জনসমক্ষে ইংলিশে কথা বলতে ভয় পায়; কিংবা যাদের ভেতর দ্বিধা বা সংকোচ কাজ করে
- যারা প্রাত্যহিক জীবনে ব্যবহৃত ইংরেজি শব্দের সঠিক উচ্চারণ জানতে চায়
- যাদের ইংরেজিতে সাবলীলভাবে কথা বলার আত্মবিশ্বাস গড়ে তোলা প্রয়োজন
- যারা ইংরেজিতে যোগাযোগের জন্য স্পোকেন ইংলিশে আরো দক্ষ হতে চায়
- যারা বন্ধু, সহকর্মী, ও ক্লায়েন্টদের কাছে নিজেকে আরো স্মার্ট ও দক্ষভাবে উপস্থাপন করতে চায়
কোর্স শেষে পাবেন সার্টিফিকেট যা আপনি-আপনার সিভিতে যোগ করতে পারবেন, লিংকডইন প্রোফাইলে শেয়ার করতে পারবেন, ফেসবুকে শেয়ার করতে পারবেন।
নিজেকে আরো স্মার্ট ও দক্ষভাবে উপস্থাপন করতে কোর্সটি সম্পর্কে আরও বিস্তারিত জানুন।
ঘরে বসে English Grammar
ইংরেজি গ্রামার মুখস্থ না করে, নিয়ম জেনে, বাস্তব উদাহরণের সাথে মিলিয়ে পড়তে হয়। এভাবে পড়ার মাধ্যমেই যেকোনো অবস্থানে সঠিকভাবে ইংরেজি বলতে, পড়তে ও লিখতে পারা যায়। ছাত্রজীবন থেকে কর্মজীবন, সকল ক্ষেত্রেই ইংরেজি গ্রামার প্রয়োজন। এজন্য ‘ঘরে বসে English Grammar’ সকলের জন্য তৈরি একটি আদর্শ কোর্স। এখানে, Parts of Speech, Tense, Subject-Verb-Agreement, Transformation, Voice, Narration-সহ গ্রামারের সকল টপিকগুলোর বেসিক থেকে অ্যাডভান্স বিষয়গুলো খুবই সহজে শেখানো হয়েছে। পুরো কোর্স জুড়ে মুনজেরিন শহীদ ইংরেজি গ্রামার শিখিয়েছেন বাংলাদেশ কেন্দ্রিক বাস্তব অভিজ্ঞতা ও উদাহরণ এর মাধ্যমে। তাই, ইংরেজি গ্রামারের A to Z শিখতে এখনই ভর্তি হয়ে যান ‘ঘরে বসে English Grammar’ কোর্সে।
সংক্ষেপে কোর্স
- কোর্সটি করছেন 3০০ জন +
- সময় লাগবে ২৫ ঘন্টা
- ৪১ টি ভিডিও
- ২২ সেট কুইজ
- ৪১ টি নোট
কোর্সটি করে যা শিখবেন
- সঠিকভাবে ইংরেজি লিখতে প্রয়োজনীয় গ্রামারের সকল নিয়ম ও ব্যাখ্যা
- একই গ্রামারের বিভিন্ন রকম বাস্তব উদাহরণ ও ব্যাখ্যা
- প্রতিটি গ্রামারের নিয়ম শিখে তার যথাযথ ব্যবহার প্রয়োগ করার উপায়
- স্কুল-কলেজ ও ইউনিভার্সিটির সিলেবাস অনুযায়ী প্রাসঙ্গিক English Grammar-এর নিয়ম ও উদাহরণ
- বিভিন্ন পরিস্থিতিকে কেন্দ্র করে ইংরেজি গ্রামার মনে রাখার উপায়
- চর্চার মাধ্যমে English Grammar-এর সহজ থেকে জটিল বিষয়গুলো আত্মস্থ ও প্রয়োগ করা
কাদের জন্য
- স্কুল-কলেজ-ইউনিভার্সিটি শিক্ষার্থী
- যেকোনো চাকরি পরীক্ষার্থী, যেমন: BCS, শিক্ষক নিয়োগ পরীক্ষা, ব্যাংক জব পরীক্ষা, মিনিস্ট্রি জব পরীক্ষা ইত্যাদি
- ইউনিভার্সিটি এডমিশন বা ভর্তি পরীক্ষার্থী
- সরকারি কিংবা বেসরকারি চাকরিজীবী
- যারা IELTS/ GRE/ SAT/ GMAT পরীক্ষার প্রস্তুতি নিতে আগ্রহী
- যেকোনো বয়স-শ্রেণি-পেশার মানুষ যারা সঠিকভাবে ইংরেজি বলতে, পড়তে ও লিখতে আগ্রহী
কোর্স শেষে পাবেন সার্টিফিকেট যা আপনি-আপনার সিভিতে যোগ করতে পারবেন, লিংকডইন প্রোফাইলে শেয়ার করতে পারবেন, ফেসবুকে শেয়ার করতে পারবেন।
নিজেকে আরো স্মার্ট ও দক্ষভাবে উপস্থাপন করতে মূল্যসহ কোর্সটি সম্পর্কে আরও বিস্তারিত জানুন।
IELTS Course by Munzereen Shahid
Academic IELTS এবং General Training IELTS- এর কমপ্লিট প্রিপারেশন নিতে পারবেন একটি কোর্সেই! IELTS Course-টিতে এনরোল করলে ভিডিও, লেকচার শিট, IELTS Reading এবং Listening Mock Tests, Doubt Solving Live Classes-এর পাশাপাশি মুনজেরিন শহীদের “ঘরে বসে IELTS প্রস্তুতি” বইটি পাচ্ছেন একদম ফ্রিতে! সুতরাং, IELTS পরীক্ষার জন্য সেরা প্রস্তুতি নিতে এবং কাঙ্ক্ষিত ব্যান্ড স্কোরটি অর্জন করতে আজই এনরোল করুন আমাদের IELTS Course-এ।
সংক্ষেপে কোর্স
- কোর্সটি করছেন 25০০০ জন+
- সময় লাগবে 50 ঘন্টা
- ভিডিও লেকচার ৫৪ টি
- ১০ টি রিডিং এবং ১০ টি লিসেনিং মক টেস্ট
- ৩৮টি সেট কুইজ
- ২৫টি ফ্রেকর্ডেড লাইভ ক্লাস
- ১টি ফ্রি হার্ডকপি বই
কোর্সটি করে যা শিখবেন
- IELTS পরীক্ষার প্রত্যেক সেকশনের প্রশ্ন ও উত্তরের ধরন, টাইম ম্যানেজমেন্ট
- IELTS Writing Task 1 ও IELTS Writing Task 2 এর ক্ষেত্রে ভালো স্কোর পেতে সহায়ক Structure ও Essay type
- IELTS Speaking test-এ Advanced/ Power Words ব্যবহার করে নির্ভুলভাবে কথা বলার পদ্ধতি
- সেরা IELTS প্রস্তুতি নিতে প্রতিটি মডিউলের নিয়ম-কানুনসহ খুঁটিনাটি বিষয়াদি নিয়ে বিস্তারিত ধারণা
- IELTS পরীক্ষা চলাকালে নির্ধারিত সময়ের সঠিক ব্যবহারের মাধ্যমে ভালো স্কোর অর্জনের কৌশল
- IELTS Reading এবং IELTS Listening Mock Test এর মাধ্যমে IELTS পরীক্ষার রিয়েল এক্সপেরিয়েন্স ও Band Score সম্বন্ধে পরিপূর্ণ ধারণা
কাদের জন্য
- যারা উচ্চশিক্ষা, মাইগ্রেশন বা চাকরির জন্য বিদেশে যেতে চান।
- যারা বিদেশে স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন করতে চান।
- যারা IELTS প্রস্তুতি কোথা থেকে শুরু করবেন তা জানেন না।
- যারা IELTS Band Score বাড়াতে চান।
- যারা নিজেদের reading, writing, listening এবং speaking দক্ষতা বাড়াতে চান।
- যারা ব্যস্ততার কারনে ঘরে বসেই IELTS এর জন্য সেরা প্রস্তুতি নিতে চান।
কোর্স শেষে পাবেন সার্টিফিকেট যা আপনি-আপনার সিভিতে যোগ করতে পারবেন, লিংকডইন প্রোফাইলে শেয়ার করতে পারবেন, ফেসবুকে শেয়ার করতে পারবেন।
নিজেকে আরো স্মার্ট ও দক্ষভাবে উপস্থাপন করতে মূল্যসহ কোর্সটি সম্পর্কে আরও বিস্তারিত জানুন।
English Communication for Professionals
প্রফেশনাল কাজে ইংরেজি বলা বা ইংরেজিতে রিপোর্ট, ইমেইল ইত্যাদি লেখার স্কিল গড়ে তুলুন এই English Communication কোর্সের সাহায্যে। ইংরেজিতে কমিউনিকেশন স্কিল বাড়িয়ে হয়ে উঠুন ক্যারিয়ারে সফল ও সমাদরের ।
সংক্ষেপে কোর্স
- কোর্সটি করছেন ১০০০ জন +
- সময় লাগবে 6 ঘন্টা
- ভিডিও ৩৯ টি
- ১৪ টি নোট
- ৫ সেট টি কুইজ
- ৬ টি টেমপ্লেট
কোর্সটি করে যা শিখবেন
- জব ইন্টারভিউ, প্রেজেন্টেশন, দেশি-বিদেশি ক্লায়েন্ট মিটিং, কলিগদের সাথে ইংরেজিতে কথা বলার দক্ষতা।
- চাকরিতে আবেদনের জন্য ইংরেজিতে কভার লেটার/ Resume লেখা
- অফিসের বিভিন্ন প্রয়োজনে ইংরেজিতে ইমেইল বা রিপোর্ট লেখা।
- অফিসে যোগাযোগ, মিটিং-এ সঠিক শব্দ ও উচ্চারণে ইংরেজিতে কথা বলার সহজ উপায়।
কাদের জন্য
- ইংরেজিতে কথা বলার দক্ষতার অভাবে যাদের নতুন চাকরি পেতে সমস্যা হচ্ছে।
- যারা সদ্য চাকরিতে ঢুকেছেন, কিন্তু একাডেমিক ইংরেজি জ্ঞান অফিসে কাজে লাগাতে পারছেন না।
- ইমেইল লেখা কিংবা মিটিং ও প্রেজেন্টেশনে ইংরেজিতে কথা বলা যাদের কাছে ভীতিকর।
- যারা ভালোভাবে কাজ করার পরেও ইংরেজিতে দক্ষতা ও আত্মবিশ্বাসের অভাবে কাজ ভালোভাবে প্রেজেন্ট করতে পারেন না।
কোর্স শেষে পাবেন সার্টিফিকেট যা আপনি-আপনার সিভিতে যোগ করতে পারবেন, লিংকডইন প্রোফাইলে শেয়ার করতে পারবেন, ফেসবুকে শেয়ার করতে পারবেন।
ক্যারিয়ারে নিজেকে আরো স্মার্ট ও দক্ষভাবে উপস্থাপন করতে মূল্যসহ কোর্সটি সম্পর্কে আরও বিস্তারিত জানুন।
Spoken English for Kids
ক্লাসরুম কিংবা এক্সট্রা-কারিকুলার অ্যাক্টিভিটি, সব ক্ষেত্রেই স্পোকেন ইংলিশ এর নেই কোনো বিকল্প। তাই টেন মিনিট স্কুলে রয়েছে Spoken English for Kids কোর্স, যা আপনার সন্তানকে বিশেষ টেকনিক অনুসরণ করে ধাপে ধাপে ইংরেজিতে যোগাযোগের দক্ষতা বৃদ্ধি করতে সাহায্য করবে। অভিজ্ঞ কোর্স ইনস্ট্রাক্টর মুনজেরিন শহীদ থেকে আপনার সন্তান পেয়ে যাবে ইংরেজিতে রিডিং, রাইটিং, স্পিকিং- এর গাইডলাইন এবং শিশু হয়ে উঠবে ইংরেজিতে কথা বলায় অভ্যস্ত।
স্কুলে, পরিবারের সাথে কিংবা বাইরে – দৈনন্দিন জীবনের বিভিন্ন পরিস্থিতিতে আপনার শিশুকে শেখান স্পোকেন ইংলিশ স্কিল। স্পোকেন ইংলিশে আপনার শিশুর দক্ষতা তৈরি করতে আজই এনরোল করুন।
সংক্ষেপে কোর্স
- কোর্সটি করছেন 18০০০ জন+
- ৫ টি ফ্রী ভিডিও
- সময় লাগবে 20 ঘন্টা
- ভিডিও ৩৫ টি
- ৩৫ সেট টি কুইজ
- ৩৫ টি নোট
- ৩৫ টি ফ্ল্যাশকার্ড
কোর্সটি করে যা শিখবেন
- ইংরেজিতে কথোপকথনের স্কিল আয়ত্ত ও বৃদ্ধি করার পদ্ধতি।
- দৈনন্দিন জীবনে শিক্ষক, বন্ধু, এবং পরিবারের সদস্যদের সাথে ইংরেজিতে কথা বলা।
- বিভিন্ন চেনা-অচেনা ইংরেজি শব্দের সঠিক উচ্চারণ।
- সুন্দর করে নিজের পরিচয় দেওয়ার পাশাপাশি, স্কুল, পরিবার, পছন্দের জায়গা সম্পর্কের স্বাচ্ছন্দ্যে কথা বলতে পারা।
বিশেষত্ব
- ইংরেজি শেখার অনেক কোর্স থাকলেও এই কোর্সটি বিশেষভাবে শিশুদের কথা মাথায় রেখে সাজানো হয়েছে।
- ইংরেজি পড়া, লেখা ও কথোপকথনে শিশুরা সাধারণত যেসব সমস্যার সম্মুখীন হয়ে থাকে সেসব সমস্যার দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে।
- শিশুদের ইংরেজি নিয়ে ভয় ও জড়তা কাটিয়ে তুলে তাদের ইংরেজি শেখার আগ্রহ বৃদ্ধি করার চেষ্টা করা হয়েছে।
- এই কোর্সের সকল ফ্ল্যাশকার্ড ও কুইজ শিশুদের মনোযোগ ধরে রাখার জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে।
কোর্স শেষে পাবেন সার্টিফিকেট যা বাচ্চাদের সিভিতে যোগ করতে পারবেন, লিংকডইন প্রোফাইলে কিংবা ফেসবুকে শেয়ার করতে পারবেন।
শিশুদের ইংরেজিতে আরো স্মার্ট ও দক্ষভাবে উপস্থাপন করতে মূল্যসহ কোর্সটি সম্পর্কে আরও বিস্তারিত জানুন।
সমাপনী
তরুণ প্রতিভাবান এই মেয়ে “মুনজেরিন শহীদ” বাংলাদেশের জন্য এক উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে আসার সম্ভাবনা রাখে। বিশ্ব দরবারে তার পদচারণা বাংলাদেশের নিকট এক আশার আলো। মেধাবী এই মেয়েটি বাংলাদেশকে হাসানোর চেষ্টায় আছে বাংলাদেশের মানুষকে নতুন ভাবে দেখার আগ্রহ থেকেই তার এমন ভিন্ন পথে হাঁটার চেষ্টা, নিজে শিক্ষা গ্রহণ করে দেশের মানুষকেও শিক্ষিত করে তোলার চেষ্টা। যুক্তরাজ্যে অবস্থান করেও দেশে এসে পরিকল্পনা সকল বাস্তবায়নের লক্ষ্যে সেখানে শিক্ষা অর্জন করে যাচ্ছেন তিনি। চলুন এনায়েত চৌধুরী সম্পর্কে একটু জেনে নেই
Leave a Reply