ডিজিটাল সেবা সরবরাহের ক্ষেত্রে বাংলাদেশ বিস্ময়কর সাফল্য অর্জন করেছে গত কয়েক বছরে। ২০০৯ সালের ভিশন-২০২১- ডিজিটাল বাংলাদেশ ঘোষণার পর থেকেই সরকার সব ধরণের সেবা অনলাইনে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় সব ধরণের নীতিগত ও অবকাঠামোগত সহযোগিতা দিয়েছে, বেসরকারিখাতও এগিয়ে এসেছে আন্তরিক উদ্যমে। ডিজিটাল বাংলাদেশ সফলভাবে সুসম্পন্ন করে বাংলাদেশ এখন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ শুরু করেছে। ঘরে বসে শতভাগ সেবাপ্রাপ্তির জন্য কাজ করে যাচ্ছে সরকার। সরকারি প্রায় সবকিছুই এখন আপনার হাতের মুঠোয়, সবসময়, সবখানে। নিচের লিংকগুলোতে ক্লিক করে আপনার প্রয়োজনীয় সরকারি সেবা ও তথ্য উপভোগ করুনঃ সকল বোর্ড রেজাল্ট-All Board Results সকল ধরনের পাসপোর্ট সেবা-All Passport Services ভোটার আইডি কার্ড সকল সেবা-Voter ID Services ডিজিটাল ভূমিসেবা-Land.gov.bd নতুন জন্মনিবন্ধন এর জন্য আবেদন-Birth Registration New জন্মনিবন্ধন তথ্য অনুসন্ধান করুন-Birth Registration Enquery জন্মনিবন্ধন সংশোধনের জন্য আবেদন-Birth Registration Correction সকল ধরনের ভ্যাট সেবা-All VAT Services এক ঠিকানায় সকল সরকারি সেবা-All Govt. Services at one Place সুরক্ষা করোনা টিকা ব্যবস্থাপনা-Surokkha App বাংলাদেশ ডিরেক্টরি- প্রত্যয়ন-অনলাইন সার্টিফিকেট সিস্টেম মুক্তপাঠ পরিচয়-Porichoy আবহাওয়ার খবর Successfully completing the Digital Bangladesh Journey, the Smart Bangladesh mission started to make Bangladesh a country of digitization in all services. Above are some of the e-services you can avail at your fingertips.
Leave a Reply